আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

শাবিতে ‘মাহা-স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়নস লিগ’র উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-২৩ ২০:৩৬:২৬

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা বিষয়ক একমাত্র সংগঠন স্পোর্টস সাস্টের আয়োজনে পেশাদার ফুটবল লিগ ‘মাহা-স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়নস লিগ ২০১৮’ শুরু হয়েছে। ‘স্পোর্টস সাস্ট’ ৬ষ্ঠ বারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিইপি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল আলম আমিন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকালী অধ্যাপক শাকিল ভূঁইয়া, আইপিই বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, এফইটি বিভাগের সহকারী অধ্যাপক মো.আফজাল হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরুজ্জামান, আশিষ কুমার বণিক, স্পোর্টস সাস্ট’র সাবেক সভাপতি সাইফুল মাহমুদ, এম আর রাফি, বর্তমান সভাপতি এস এম তৌকি, সাধারণ সম্পাদক নাফিউজ্জামান পার্থ, চ্যাম্পিয়ন্স লিগের আহ্বায়ক নিয়াজ আহমেদসহ সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা।

উদ্বোধনী ম্যাচে এফসি হুদাই ১-০ গোলের ব্যবধানে দ্য ভ্যাগাবন্ডকে হারিয়ে জয়লাভ করে। এবারের আসরে মোট ১৬টি দল অংশ নিচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/২৩ জানুয়ারি ২০১৮/ মেক/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন