আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে সিলেটের প্রতিষ্ঠান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৩ ০০:০৪:১৫

সিলেট :: বাংলাদেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসাবে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের জন্য ১৩টি শিল্প প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। তন্মধ্যে রয়েছে সিলেটের একটি প্রতিষ্ঠান। 

‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৬’ এর জন্য মনোনীতদের চূড়ান্ত এই তালিকা প্রকাশ করে শিল্প মন্ত্রণালয়। এবার ছয়টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

সরকার বলছে, জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এ পুরস্কার।

এবার ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে সিলেট দক্ষিণ সুরমার মেসার্স আবুল ইন্ডাস্ট্রিজ তৃতীয় পুরস্কার পাচ্ছে।

বরাবরের মতই রাষ্ট্রপতি আবদুল হামিদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। তবে পুরস্কার বিতরণীর তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ফেব্রুয়ারি ২০১৮/ডেস্ক/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন