আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় আমরণ অনশনে অনড় বিএনপি নেতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৩ ১২:২৭:৪১

কুলাউড়া প্রতিনিধি :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, কুলাউড়ায় আটককৃত বিএনপি নেতাকর্মীদের মুক্তি, ঘরে ঘরে পুলিশী তল্লাশী এবং পুলিশী অসদাচরণে জড়িত পুলিশ সদস্যদের অপসারণের দাবীতে টানা ২০ ঘন্টা যাবৎ আমরণ অনশন অব্যাহত রেখেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবি এড. আবেদ রাজা।

১২ (সোমবার) শুরু হওয়া এই অনশনের এক পর্যায়ে রাত ১টার দিকে অসুস্থ্য হয়ে পড়েন। খবর পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, পৌর কাউন্সিলর কায়ছার আরিফ, মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, রাসেল আহমদ চৌধুরীসহ অন্যান্যরা তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে ভর্তি হয়েও অনশন ভাঙ্গেননি তিনি। কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে স্যালাইন দেন।

সরেজমিনে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ) হাসপাতালে গেলে তিনি বলেন, আমি আমরণ অনশন চালিয়ে যাব। মরে যাব তবুও আমার দাবী থেকে সরে দাড়াবো না। আজকের (মঙ্গলবার) অবস্থান কর্মসূচিতে আমাদের নেতাকর্মীরা স্বাধীনতা সৌধে যাবে। আমিও চেষ্টা করবো সেখানে উপস্থিত হওয়ার। যদি না পারি তবে হাসপাতাল প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করবো।

সিলেটভিউ২৪ডটকম/১৩ফেব্রুয়ারি২০১৮/এসএ/এক


@

শেয়ার করুন

আপনার মতামত দিন