আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

লাখাইয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৩ ১৬:৪৭:৩৯

হবিগঞ্জ প্রতিনিধি :: জেলার লাখাইয়ে পঁচা-বাসি খাবার বিক্রি, ওজনে কম দেয়া এবং মূল্য তালিকা না থাকার অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে উপজেলার বুল্লা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক আমিরুল মাসুদ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক আমিরুল মাসুদ বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার বুল্লা বাজারে অভিযান চালানো হয়। এসময় পঁচা-বাসি খাবার বিক্রির অভিযোগে আদর্শ মাতৃ ভান্ডারকে চার হাজার টাকা, একই অভিযোগে আদর্শ মিষ্টি ঘরকে দুই হাজার ও তিন ভাই রেস্টুরেন্টকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মূল্য তালিকা না থাকা এবং ওজনে কম দেয়ার অভিযোগে শামীম এন্টারপ্রাইজকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ ফেব্রুয়ারি ২০১৮/ কেএস/ এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন