আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জকিগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি নিয়ে উত্তেজনা, আওয়ামী নেতাকর্মীদের বিক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৩ ১৯:৫৫:২৩

জকিগঞ্জ প্রতিনিধি :: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ৩টার দিকে জকিগঞ্জ শহরের এমএ হক চত্তরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।

বিএনপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় যুবলীগ ছাত্রলীগ কর্মীরা বিএনপির অবস্থান কর্মসূচি প্রতিরোধের চেষ্ঠা করলে বিএনপি নেতাকর্মীরা মিছিল দিয়ে শহরের পূর্বদিকে বেরিয়ে যায়।

পরে আওয়ামী নেতাকর্মীরা এমএ হক চত্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর, সাবেক চেয়ারম্যান জহরুল হক খসরু, পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মখলিছুর রহমান, পৌরসভা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ, পৌরসভা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোসলেহ আহমদ, পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, শামিম আহমদ, রাজু আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি দেবাশীষ দেশমূখ্য রাজু, পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসাইন পুতুল, যুবলীগ নেতা ওলি রানা, ছাত্রলীগ নেতা দেলোয়ার খান, কলেজ ছাত্রলীগ নেতা জামিল ইসলাম নাঈম, ফাহিম আহমদ, পৌরসভা ছাত্রলীগ নেতা সালমান আহমদ, অপু আহমদ প্রমূখ।

বিএনপির অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সামছুল ইসলাম লেইছ, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, যুবদল নেতা মাসুম আহমদ, আব্দুস সালাম, সালেহ আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন হীরাসহ বিভিন্ন ইউপি বিএনপি, যুবদল, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছিলেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ জানান, শান্তিপূর্নভাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করার সময় সরকারদলীয় নেতাকর্মীরা বিশৃংখলা করার চেষ্টা করেছে। আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিশৃংখলা এড়াতে কর্মসূচি সমাপ্ত করে চলে যাই।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ফেব্রুয়ারি ২০১৮/আহাতা/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন