আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ছাতকে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে তিন ঘন্টা সড়ক অবরোধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৩ ২২:০৪:২৫

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে পরিবহন শ্রমিকরা সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জে প্রায় তিন ঘন্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। বিশ্বনাথ উপজেলার লামাকাজি পয়েন্টে ট্রাফিক পুলিশের টিএসআই ওহিদ আলমের চাঁদাবাজির প্রতিবাদে এ সড়ক করা হয়। এসময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অবরোধ কর্মসূচি পালনকালে অটোটেম্পু-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন শাখারা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। রাত প্রায় সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নেয়া হয়। 

নেতৃবৃন্দ টিএসআই ওহিদ আলমের বিরুদ্ধে গাড়ির কাগজপত্র চেকিংয়ের নামে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ করে অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার) সার্কেল দুলন মিয়া সিলেটভিউকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছাতক থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সিলেটভিউ২৪ডটকম/১৩ ফেব্রুয়ারি ২০১৮/এমএ/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন