আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

লিডিং ইউনিভার্সিটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সেমিনার শুক্রবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৪ ১৮:৫৬:০৩

সিলেট :: লিডিং ইউনিভার্সিটিতে এন্টি টেররিজম মনিটরিং সেলের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ‘আমরা জঙ্গিমুক্ত সমাজ চাই’ স্লোগানে ‘জঙ্গী ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারটি আগামী শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের গ্যালারি-১ এ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান আলোচক হিসেবে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ মুজাহিদুর রহমান বক্তব্য রাখবেন। লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।

সেমিনারে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী, শিক্ষক, ছাত্র-অভিভাবক, গণমাধ্যমের ব্যক্তিবর্গ, কমিউনিটি লিডারস ও ইমামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ফেব্রুয়ারি ২০১৮/ প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন