আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় ৫০ বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৪ ১৯:২৬:৩১

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ায় বিএনপির ৪০-৫০ জন নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুলাউড়া থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুলাউড়া পৌরসভার সম্মুখে অবস্থান কর্মসূচি শুরু করে বিএনপি। এসময় পুলিশ বাঁধা দিলে বাকবিত-ায় জড়ায় বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এতে আহত হয় ৫ পুলিশ সদস্য।

এ ঘটনায় রাতেই কুলাউড়া থানার এনআই রফিকুল ইসলাম বাদী হয়ে ৪০-৫০ জনকে আসামী করে পুলিশ অ্যাসল্ট মামলা মামলাটি (নং ১৮, ১৩.০২.’১৮) দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার জানান, তানজিল হোসেন (২৫) নামের এক এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে।

কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা জানান, মামলার অন্য আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ফেব্রুয়ারি ২০১৮/এসএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন