আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে পৃথকভাবে গণঅনশন পালন করল বিএনপির দু’গ্রুপ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৪ ১৯:২৮:০৩

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজার প্রতিবাদে ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে পৃথকভাবে গণঅনশন পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের দু’গ্রুপ। দলীয় নতুন বাজারস্থ কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং পুরাণ বাজারস্থ কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের উদ্যোগে শান্তিপূর্ণভাবে গণঅনশন কর্মসূচি পালন করেন দলের বিভন্ন স্তরের নেতাকর্মী।

নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের গণঅনশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ। তিনি বলেন, বিএনপির ও অঙ্গসংগঠনের একজন নেতাকর্মীও বেঁচে থাকতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে এদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না। তাই সরকারের উচিত অবিলম্বে খালেদা জিয়া’সহ বিএনপির নেতাকর্মীদের উপর মুক্তি মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে তাদেরকে মুক্তি দেওয়া। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির নেতৃত্বে এদেশে ২০ দলীয় জোট আবারও সরকার গঠন করবে। আর সিলেট-২ আসনের এমপি হবেন ইলিয়াসপতœী তাহসিনা রুশদির লুনা।

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ আলী মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওছার খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহীন। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আজাদুর রহমান আজাদ, আলী হোসেন, মিছবাহ খান, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুনেদ, ছাত্রদল নেতা নাজমুল হোসেন শিমুল।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন (একাংশ)’র উদ্যোগে পুরাণ বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত গণ অনশনে জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, উপজেলা বিএনপির সহ সভাপতি মনির মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আবদুল হাই, দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, সহ সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, যুব বিষয়ক সম্পাদক আবদুল মুমিন মামুন মেম্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলী, উপজেলা মহিলা দলের আহবায়ক নুরুননাহার ইয়াসমিন, বিএনপি নেতা আবদুল জলিল, দিলোয়ার হোসেন, আবদুল কুদ্দুছ, জাহিদুল ইসলাম, আকবর আলী, হেলাল মিয়া, জালাল উদ্দিন, আলী হোসেন ইংরেজ, লিলু মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আনছার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নানু মিয়া, যুবদল নেতা শাহজাহান আলী, আব্দুর রব সরকার, শাহীন মিয়া, শাহেল মিয়া, আবদুল কাদির, সেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিবলু, ইরন মিয়া, জুবেল মিয়া, কবির মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য ইমরান আহমদ সুমন, সাঈদ আহমদ, মাসুক আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ সভাপতি আখতার আহমদ, ছাত্রদল নেতা এমদাদ হোসেন, মাসুদ আহমদ সুমন প্রমুখ।

নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের গণঅনশনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাবেক যুগ্ম সম্পাদক নুর উদ্দিন আহমদ, বিএনপি নেতা আলতাবুর রহমান, জয়নাল খান, সানুরুল হক, হাজী আব্দুল গণি, আবদুর রাজ্জাক, তোতা মিয়া, গণি শাহ, হোসাইন আহমদ শাহীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, নজির আলী, আছকির আরী, সোহাগ আহমদ চন্দন, যুবদল নেতা আফিজ আলী, ইসলাম উদ্দিন, ফজলু মিয়া, দিলু মিয়া, আব্বাস আলী সুমন, ইসলাম উদ্দিন, রমজান আলী, শাহ লিলু মিয়া, ইউসূফ আলী, শিপন মিয়া, আফিজ আলী, জাহান আলী, মাসুক মিয়া, শাহ বাবুল, সুন্দর আলী, দিলশাহ মিয়া, ফিয়ার আলী, দিলাল, আসক, বকুল, সুজন, বাবুল, রিপন রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন আহমদ কিনু, শাহীন তালুকদার, লিমন তালুকদার, রায়হান আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান আতিক, শের আলী, আরশ আলী, রফিক মিয়া, একে ফটিক, উপজেলা ছাত্রদল নেতা এনামুল হক, ওয়াশিম আলী, হামিদ শিকদার, দুলাল আহমদ, মাহবুব খান, আব্দুল কাইয়ুম, শাহ ফয়জল, শাহ ছায়েদ, বাবলিন, সোহানুর রহমান সোহাগ, হাসান মোহাম্মদ মিরাশ, শাহেল শাহ, পারভেজ তালুকদার, আবদুল্লাহ, সুহেল, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পদক শাহ টিপু, রাসেল আলী প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ফেব্রুয়ারি ২০১৮/পিবিএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন