আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

পাথারিয়া গাংকুল মাদ্রাসার গভর্নিংবডির নির্বাচন ২৬ ফেব্রুয়ারী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৪ ১৯:৩৯:৫২

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার সুপ্রাচীন মাদ্রাসা পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিংবডির নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরিতে ৩জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একাধিক প্রার্থী থাকায় অভিভাবক সদস্য ও দাতা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, গভর্নিংবডির ৩জন অভিভাবক সদস্য ক্যাটাগরিতে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন-রিয়াজ আহমদ, আব্দুল আলী, তোফায়েল আহমদ, ছিদ্দিকুর রহমান, মাহতাব উদ্দিন, মাওলানা সাইদুল হাসান, আক্তার হোসেন, আজিজ আহমদ, ইউনুছ আলী, সাহীদুর রহমান ও আনছারুল হক। এরমধ্যে সংশ্লি¬ষ্ট শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদে ত্রুটি থাকায় অভিভাবক সদস্য পদপ্রার্থী সাহিদুর রহমানের এবং সংশ্লি¬ষ্ট শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকায় অভিভাবক সদস্য পদপ্রার্থী আজিজ আহমদের প্রার্থীতা বাতিল হয়ে গেছে। একটি দাতা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। এরা হলেন কাতার প্রবাসী ব্যবসায়ী আব্বাস উদ্দিন ও সাংবাদিক আব্দুর রব (সাবেক শিক্ষক)।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩ জন শিক্ষক প্রতিনিধি হলেন-সহকারী অধ্যাপক আব্দুল মোহাইমিন, নাসির উদ্দিন ও মাওলানা লুৎফুর রহমান।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ফেব্রুয়ারি ২০১৮/এজেএল/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন