আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

ভিন্নভাবে ভালোবাসা দিবস উদযাপন করলো 'আলম্ব' পরিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৫ ০১:৩১:০৪

সিলেট :: ভালোবাসা দিবস উপলক্ষ্যে পথশিশু এবং অসহায় সুবিধা বঞ্চিতদের মধ্যে খাবার বিতরন করে ভালোবাসা দিবস উদযাপন করলো সিলেটের তারুণ্যনির্ভর সামাজিক সংগঠন আলম্ব - We Support Organization।

গতবছরের ন্যায় এবছরও তারা পথশিশু এবং সুবিধা বঞ্চিতদের মধ্যে খাবার বিতরন করার মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করেছে।

সংগঠনটির সভাপতি মাহমুদুর রহমান রিহাতের পরিচালনায় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুহাইমিন বক্স অলি, সাংগঠনিক সম্পাদক ওমর সাবিত রাহাত, সহ-সভাপতি মেহেদি মাহাব রাহী, দপ্তর সম্পাদক তামিম রাজ রবিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমেল আহমদ অনিক, সহ দপ্তর সম্পাদক তুহিন আহমেদ, সদস্য তানভীর আনজুম শুভ, অপূর্ব আনন্দ দেব তূর্য প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন- বিজিবি সদস্য মো. শামস মামুন, রুহেল আহমদ, প্রান্ত দত্তসহ আরো অনেকে।

উল্লেখ্য, 'বাড়ালে দু'হাত হাত হবে শতহাত, সাহায্যের হাত ছড়িয়ে যাক' এই স্লোগান নিয়ে ২০১৬ সালের ডিসেম্বর মাসে কিছু বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে গড়ে উঠে সংগঠনটি। ইতিমধ্যে তারা সিলেট শহরে বেশ কয়েকটি ইভেন্টসাফল্যের সাথে সম্পন্ন করেছে এবং ভবিষ্যতেও তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়।

সিলেটভিউ২৪ডটকম/১৫ ফেব্রুয়ারি ২০১৮/প্রেবি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন