আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে বখাটে সুমনের ফাঁসির দাবীতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৯ ২১:৫১:০৬

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে কলেজ ছাত্রী তাছলিমা খানম রিমাকে উত্ত্যক্তকারী ও লামাকাজী ইউনিয়ন পরিষদের তথ্য ই-সেবা কেন্দ্রের উদ্যোক্তা সুমন আহমদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সুমন কেশবপুর গ্রামের মৃত তাজ উদ্দিনের পুত্র এবং রিমা একই ইউনিয়নের বিদ্যাপতি গ্রামের ডাক্তার মোহাম্মদ শাহনুর হোসেনের কন্যা ও সিলেট মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

সোমবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী বাজার পয়েন্টে বখাটে সুমনের ফাঁসির দাবিতে রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, লামাকাজী সোস্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট, বর্ণমালা শিক্ষা উন্নয়ন সংস্থাসহ এলাকার সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘রিমা হত্যার বিচার চাই, সুমনের ফাঁসি চাই’ শ্লোগানে শ্লোগানে উত্তাল লামাকাজী পয়েন্ট এলাকায় এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনের খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম এঘটনায় সবধরণের আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিলে আয়োজকরা মানববন্ধন প্রত্যাহার করেন।

লামাকাজী এলাকার মুরব্বী শামসুদ্দিনের সভাপতিত্বে ও সংগঠক ফয়জুল ইসলাম সুমনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনীতিবিদ একেএম দুলাল, ইউপি মেম্বার ফয়সল আহমদ, রাগীব-রাবেয়া হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক কামাল মিয়া, মাসুক মিয়া, ছাত্রনেতা শীতল বৈদ্য, লামাকাজী সোস্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ, বর্ণমালা শিক্ষা উন্নয়ন সংস্থার সদস্য ফয়সল আহমদ।

উল্লেখ্য, বখাটে সুমনের উত্ত্যক্ততা ও প্রতারণা সহ্য করতে না পেরে গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ির শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না গলায় পেঁছিয়ে আতœহত্যা করে রিমা।

সিলেটভিউ২৪ডটকম/১৯ ফেব্রুয়ারি ২০১৮/পিবিএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন