আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

মদনমোহন কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটি সংবর্ধিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-২১ ০২:৩১:১৫

সিলেট :: মদন মোহন কলেজ ছাত্র সংসদের জিএস, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহা বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করেছে। ছাত্রলীগকে মেধার মাধ্যমে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারন করে গণতন্ত্রের মানসকন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে। ছাত্রলীগ এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের সফল সোনালী অংশীদার। আমি আশা করি আজকের নতুন নেতৃত্ব কলেজ ছাত্রলীগকে ঐক্যবদ্ধ রেখে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে মুজিব আদর্শের বার্তা পৌছে দেবে। ছাত্রলীগকে আগামী সকল নির্বাচনের জন্য এখনি প্রস্তুতি নিয়ে নৌকার পক্ষে মাঠে নামার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার মদন মোহন কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি একেএম মাহমুদুল হাসান সানী ও সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমনকে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে প্রদত্ত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মদন মোহন কলেজের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত সংবর্ধনায় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুন দেবনাথ সাগরের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক হোসেন মোসার পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলার সভাপতি বেলাল আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, মহানগর যুবলীগের সাবেক সম্পাদক সিদ্দিক আহমদ, আওয়ামী লীগ নেতা রতি মোদক, সিলেট জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিন্টু কুমার পাল মন্টু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. রশিদ আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক ইলিয়াছী দিনার, সাবেক ধর্ম সম্পাদক বিদ্যুৎ ভূষন দাস, সাবেক সদস্য মিঠু মোহন দেব, সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির সুমন, সাবেক সাহিত্য সম্পাদক আমীর হোসেন, সাবেক সদস্য এম. এ রিয়াদ, ফেরদৌস আলম, মনুজ চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় আবুল কাশেম চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ধনঞ্জয় দাস ধনু, সম্পাদক কবির আলম, সাবেক উপ সম্পাদক শহীদ আকিল অপু, সাবেক সহ সম্পাদক জাকারিয়া-উল হক, সাবেক সদস্য শাহীন মিয়া, দক্ষিণ সুরমা যুবলীগের সাবেক সদস্য আব্দুল জলিল পারভেজ, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য মৃণাল কান্তি দাস ছুটন, আফছর রহিম, জেলা, মহানগর ও মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে কামরুল ইসলাম সুমন, সুমন ইসলাম খান, বিজন দাস, সপেন্দ্র সরকার, নজরুল ইসলাম, অপু দাস, খোকন আহমদ খোকা, হাবিবুর রহমান হাবিব, বিজিত দাস, সত্যজিৎ দাস, রাজেশ সরকার, আব্দুল কাইয়ূম, ছাব্বির আহমদ, আকিব আহমদ, জাবের আহমদ, মিল্টন দাস, কিশোর কান্তি দে বাপন, বিদ্যা ভূষন চন্দ, আব্দুর রহমান, ছাদিকুর রহমান ছাদিক, নাঈম আহমদ, মিঠুন দত্ত, শাবিপ্রবি ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, সাখাওয়াত হোসেন প্রমুখ

সিলেটভিউ২৪ডটকম/২১ ফেব্রুয়ারি ২০১৮/প্রেবি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন