আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

লোভাছড়ায় পাথর তুলতে গিয়ে শ্রমিক নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-২৪ ১৪:১৯:০২

ফাইল ছবি

কানাইঘাট প্রতিনিধি ::  কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারীতে পাথর চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। পাথর শ্রমিকের নাম ফরহান উল্লাহ(৫৫)। তিনি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাইলা গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে।

এদিকে মৃত্যুর খবর যাতে গোপন থাকে কোয়ারির মালিক সে ব্যাপারে খুবই তৎপর। ইতিমধ্যে তিনি লাশ সরিয়ে ফেলেছেন বলে এলাকায় ব্যাপক কানাঘুঁষা শুরু হয়েছে।

শ্রমিক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ। তিনি জানান, ‘একজন শ্রমিক পাথর চাপায় নিহত হয়েছেন বলে শুনেছি। আমরা ঘটনাস্থলে রওনা হয়েছি।’

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০ টায় পাথর ব্যবসায়ী আনোয়ার হোসেন আনাই মিয়ার কোয়ারীতে অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনের সময় চাপা পড়ে মারা যান ঐ শ্রমিক। তড়িঘড়ি করে তার লাশ পাঠিয়ে দেয়া হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ  হাসপাতালে।

সিলেটভিউ২৪ডটকম/২৪ফেব্রুয়ারি২০১৮/এমআর/এক/এমইউএ


@

শেয়ার করুন

আপনার মতামত দিন