আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

হাওরের বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-২৪ ১৫:১৭:২৮

সুনামগঞ্জ প্রতিনিধি ::  সুনামগঞ্জের প্রায় সবগুলো হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে নীতিমালা লঙ্ঘন, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও যথাসময়ে বাঁধের নির্মাণ কাজ সম্পন্ন না করার প্রতিবাদে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

শনিবার বেলা ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচির পালন করা হয়। এতে বিভিন্ন শেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ’র সঞ্চালনায় মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মুক্তিযুদ্ধা এড. বজলুল মজিদ চৌধুরীর খসরু, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযুদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সদস্য মুর্শেদ আলম, ইয়কুব বখত বহলুল, সাবেক কাউন্সিলর শামিম রেজা সামু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, মাসুম হেলাল, এমরানুল হক চৌধুরী, একে কুদরত পাশা, বাঁধ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, জণসংযোগ বিষয়ক সম্পাদক শহিদনুর আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ২৪ ফেব্রুয়ারি ২০১৮/ এমএইচ/ এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন