আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

এখন আর বিদ্যুতের স্বপ্ন দেখতে হয়না: এমপি মানিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-১৩ ২০:৫৪:১৭

ছাতক প্রতিনিধি ::  ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বৃহত্তর কুর্শী গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আমাদের এখন আর মেঘালয়ের পাদদেশে তাকিয়ে বিদ্যুতের স্বপ্ন দেখতে হয়না, বঙ্গবন্ধুর কন্যার উদ্যোগে সেই স্বপ্ন এখন বাস্তবে রুপ নিয়েছে।

তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আগেও এই দেশে সরকার ছিলো, ছাতক-দোয়ারায় এমপি ছিলো, আমাদের চাহিদা ছিলো কিন্তু আমারা শুধু হবে আর হচ্ছে এই দুটি শব্দের মধ্যে সীমাবদ্ধ ছিলাম।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনের সভাপতিত্বে ও দোলারবাজার ইউপি স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শামীম আহমদ ও জুয়েল আলমের যৌথ সঞ্চালনায় এমপি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে ছাতক-দোয়ারায় ২টি কলেজের স্থলে আজ ১৭টি কলেজ, ১৬টি উচ্চ বিদ্যালয়ের স্থলে আজ ৬৬টি উচ্চ বিদ্যালয় শুধু মাত্র আওয়ামীলীগ সরকারের আমলেই নির্মিত হয়েছে।

কুর্শী মুহাম্মদগঞ্জ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দোলারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আ'লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ,  সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম অকিল কুমার সাহা, সমিতি বোর্ডের সচিব পীর মোহাম্মদ আলী মিলন, উপজেলা আ'লীগের যুগ্ম আহ্বায়ক গয়াছ আহমদ, আফজাল হুসেন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আহবাব মিয়া, ইউপি চেয়ারম্যান আওলাদ, আব্দুল মছব্বির, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ।

বক্তব্য রাখেন দোলারবাজার ইউপি আ'লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মওদুদ আহমদ, আ'লীগ নেতা ময়না মিয়া, সুরুজ আলম জয়নাল, আফরোজ আলী, কামাল আহমদ কামেলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম নাইম, শামসুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন, ভাতগাও ইউপি আ'লীগের সভাপতি দবিরুল ইসলাম, সিংচাপইড় ইউপি আ'লীগের সাধারণ সম্পাদক মাষ্টার নাসির উদ্দিন, দক্ষিণ খুরমা ইউপি আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিমান ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, এনামুল হক,  যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আঙ্গুর আলম, বদর উদ্দিন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু বক্কর, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সাইদুল হক, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, মাহবুব আলম, দোলারবাজার ইউপি ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পাভেল আহমদ রাব্বী, মামুন আহমদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাওলানা শানুর আলী।

সিলেটভিউ২৪ডটকম/১৩মার্চ২০১৮/এমএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন