আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ছাতকে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের কর্মশালা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-১৩ ২০:৫৭:২৯

ছাতক প্রতিনিধি ::  ছাতকে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের এক কর্মশালা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৩মার্চ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক জালালিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, থানা পুলিশের উপ-পরিদর্শক শাহিন আলম, ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সাইফুল আলম, কালারুকা ইউপি আ’লীগের সভাপতি আফতাব উদ্দিন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা জসিম উদ্দিন, সাধারন সম্পাদক ক্বারী আমির আলী, মাওলানা আনোয়ার হোসেন জালালী, হাফিজ আশিকুর রহমান, মাওলানা রইছ উদ্দিন, মাওলানা আবুল কালাম, মাওলানা সাঈদুর রহমান।

কর্মশালায় শেষে মাওলানা জহুরুল হক, মাওলানা সামছুল হক, মাওলানা আব্দুল মতিন ও মাওলানা রমদ্বানুল হককে উপজেলার শ্রেষ্ট ইমাম নির্বাচিত করা হয়। কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধ ও জঙ্গিবাদ দমনে সংশ্লিষ্ট সকল ইমাম-মুয়াজ্জিানদের বিশেষ ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৩মার্চ২০১৮/এমএ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন