আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জের চা ছাত্র যুব পরিষদের মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-১৯ ১৬:০৪:৪৭

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে শূণ্যপদে শিক্ষিত চা শ্রমিক সন্তানদের নিয়োগের দাবিতে চা ছাত্র পরিষদের আয়োজনে কারখানার প্রধান ফটকের সামনে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

সোমবার সকাল সাড়ে ৮টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলীনগর চা বাগান চা ছাত্র পরিষদের সভাপতি সজল কৈরীর সভাপতিত্বে ও সুমন কৈরীর পরিচালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্র, বিজয় কৈরী, তাম্বির বাক্তী, রনজিত নুনিয়া, কামারছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি দিলীপ কৈরী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে চা বাগানের সকল শূণ্যপদে শিক্ষিত যোগ্যতাসম্পন্ন চা শ্রমিক সন্তানদের নিয়োগের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। অন্যথায় তারা আন্দোলন কর্মসুচী ঘোষনা করা হবে বলে জানান।

এ ব্যাপারে জানতে চাইলে ডানকান ব্রাদার্স কোম্পানী পরিচালিত আলীনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক এস এম মোরশেদ আলম জানান, যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদেরকেই চাকুরী দেয়া হবে। তবে চা শ্রমিক সন্তানদের যোগ্যতা অনুযায়ী চাকুরীতে অবশ্যই অগ্রাধিকার পাবে।

সিলেটভিউ২৪ডটকম/১৯ মার্চ ২০১৮/জেএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন