Sylhet View 24 PRINT

অন্ধকারে হাকালুকি জিরো পয়েন্ট!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৫ ০১:১৮:৫৫

ফাইল ছবি

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ায় হাকালুকি হাওরের একটি অংশ। জিরো পয়েন্ট নামে পরিচত এ এলাকা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় স্থান। বন্ধু বান্ধব পরিবার নিয়ে দেশের নানা স্থান থেকে এখানে অবসর কাটাতে ভিড় জমান।

মিনি কক্সবাজার খ্যাত এ হাওরে প্রমোদতরী সহ নানা নৌযানে ঘুরে বেড়ান ভ্রমন পিপাসুরা। কিন্তু অব্যবস্থাপনায় ছিল এ পর্যটন এলাকা। কিছু দিন আগে সিলেট জেলা পরিষদের অর্থায়নে ঘাট নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। সিলেট বিভাগীয় কমিশনার ড. নাজমানা খানুম ঘাট নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।

সৌন্দর্যবর্ধন হলেও অন্ধকার মুক্ত হয়নি জিরো পয়েন্ট। ফলে, সন্ধার পর নিরাপত্তার বিষয় উঠে আসে।

কুলাউড়া এলাকার পর্যটক বাবু হিমাংশু স্বপরিবারে ঘুরতে এসে বলেন- বিকেলে ওয়াচ টাওয়ারে যাই, সন্ধ্যায় সুর্যাস্ত দেখে ফিরতে ফিরতে অন্ধকার নামে। তখন দেখি ঘাট পুরো অন্ধকার। পর্যটকদের নৌকা থেকে ঘটে উঠা-নামা করতে হয় ঝুঁকি নিয়ে। ঘাটের বেদির উপরে লাইট থাকলেও তা অপর্যাপ্ত।

আরেক পর্যটক অভিযোগ করে বলেন, এই এলাকাকে লাইটের মাধ্যমে আলোকিত করলে সৌন্দর্য বৃদ্ধির সাথে নিরাপত্তাও বাড়বে।

সিলেটভিউ২৪ডটকম/২৫ মে ২০১৮/এফইউ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.