আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

শাহজালাল (রহ.) দরগাহ কেন্দ্রে দারুল কিরাত প্রশিক্ষণ সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৩ ১৬:৫৬:৩৩

সিলেট :: হযরত শাহজালাল (রহ.) দরগাহ দারুল কিরাত মজিদিয়া ফুলতলী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের বিদায়ী ও পুরস্কার বিতরণী মঙ্গলবার বাদ জোহর মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

হযরত শাহজালাল রহ. দরগাহ মাজারে মোতাওয়াল্লী সরে কওম ফতেউল্লাহ আল আমানের সভাপতিত্বে ও কুরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের নাজিম মাওলানা আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দরগাহ হযরত শাহজালাল (রহ.) দারুল কিরাত মজিদিয়া ফুলতলী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের সহ সভাপতি শেখ মোঃ মকন মিয়া চেয়ারম্যান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আল ইসলাহ সিলেট মহানগরীর সহ সাধারণ সম্পাদক আব্দুস সবুর, যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুর রহমান।

কুরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী নাজিম কারী মোঃ শাহজাহান মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মুফতী মঈন উদ্দিন, কেন্দ্রের প্রধান কারী মাওলানা ওয়াসিম উদ্দিন, হাফিজ নিজাম উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, শহীদুর রহমান, মাওলানা আব্দুস সামাদ, কারী হাসান আলী, ব্যবসায়ী শেখ মোস্তফা কামাল, অভিভাবক সাজ্জাদুর রহমান, ওসমান আলী।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশ করেন শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম/১৩ জুন ২০১৮/প্রেবি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন