Sylhet View 24 PRINT

এইচএসসিতে বালাগঞ্জে নর্থইস্ট কলেজ সবার শীর্ষে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২০ ০১:০৮:১২

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ :: ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে নর্থইস্ট গহরপুর বালাগঞ্জ কলেজ উপজেলার মধ্যে শীর্ষ ফল অর্জন করেছে। ১৯জুলাই প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে উপজেলার ৩টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে ভাল ফল অর্জন করেছে নর্থইস্ট গহরপুর বালাগঞ্জ কলেজ। অন্য ২টি কলেজ হচ্ছে বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ও দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজ।

নর্থইস্ট কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা মিয়া জানিয়েছেন,  চলতি বছর অনুষ্ঠিত পরীক্ষায় কলেজের ৪১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে ৩৭জন। পাসের হার শতকরা ৯০.২৪ ভাগ।

বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী জানান, চলতি বছর কলেজের ৪শ ৪জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩শ ৯৮জন। এদের মধ্যে পাস করেছে ২শ ১৮জন পরীক্ষার্থী। পাসের হার শতকরা প্রায় ৫৪ভাগ।

এছাড়া বালাগঞ্জের অপর শিক্ষাপ্রতিষ্ঠান দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজের ১শ ৪৬জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৩জন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিম আলাপকালে জানান, চলতি বছর এইচএসসি পরীক্ষায় কলেজের পরীক্ষার্থীদের পাসের হার শতকরা প্রায় ৫৭ ভাগ।

সিলেটভিউ২৪ডটকম/২০ জুলাই ২০১৮/জেআরজে/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.