Sylhet View 24 PRINT

বালাগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২০ ০১:১৫:৩৭

বালাগঞ্জ প্রতিনিধি :: ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে বালাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উদ্বোধন উপলক্ষে র‌্যালী, মাছের পোনা অবমুক্তি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় র‌্যালী বের করা হয়। এরপর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তির পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদাল মিয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হক।

মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেফা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ মতিন, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মুনিম, সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. এমদাদুল হক, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সাংবাদিক তারেক আহমদ, সহকারী পরিবার পরিকল্পনা আব্দুল আউয়াল, মৎস্য চাষীদের পক্ষে অমল দাস আপন প্রমুখ। এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক মৎস্যজীবী এবং বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী হিসেবে আকতার মিয়া, মৌসুমী পুকুরে মাছ চাষে তেরাব আলী, সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনায় নগেন্দ্র সরকার, সফল প্রান্তিক মাছ চাষে রাজিয়া বেগম, মৎস্য চাষ সম্প্রসারণে বেসরকারী উদ্যোক্তা ‘সূচনা প্রকল্প’ এবং উপজেলাব্যাপী মৎস্য চাষ সম্প্রসারণে বিশেষ ভূমিকার জন্য সহকারী মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিককে ক্রেস্ট প্রদান করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্থানীয় মৎস্য সম্প্রসারণ কর্মী আশিকুর রহমান। গীতা পাঠ করেন মৎস্য চাষি পাভেল দাস।

সিলেটভিউ২৪ডটকম/২০ জুলাই ২০১৮/জেআরজে/ডিজেএস


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.