আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে বয়সভিত্তিক দল গঠনের জন্য বাছাই ৭ ও ৮ আগষ্ট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২২ ১৯:২২:৩৬

সিলেট :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ২০১৮-২০১৯ মৌসুমের বয়সভিত্তিক অনুর্ধ্ব-১৪, অনুর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে সিলেট জেলা অনুর্ধ্ব-১৪, অনুর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড় তালিকা প্রেরণের তথা দল গঠনের জন্য প্রাথমিক বাছাই কার্যক্রম আগামী ৭ ও ৮ আগষ্ট ২০১৮ দুই দিন ব্যাপী সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাছাই কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী সিলেট জেলার অনুর্ধ্ব-১৪, অনুর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-১৮ বৎসর বয়সের ক্রিকেট খেলোয়াড়দেরকে খেলার সরঞ্জামাদী এবং বয়স প্রমানের ক্ষেত্রে জন্মনিবন্ধন অথবা স্কুল সার্টিফিকেট সহ আগামী ৭ আগষ্ট  মঙ্গলবার সময়সূচী অনুযায়ী সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে বিসিবি’র সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ.কে.এম. মাহমুদ ইমন এর নিকট নাম তালিকাভুক্তির জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি এডভোকেট সুপ্রিয় চক্রবর্ত্তী ও সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী কাবী।

সময়সুচী: অনুর্ধ্ব-১৪ সকাল ৯টা, অনুর্ধ্ব-১৬ বেলা ১২টা এবং অনুর্ধ্ব-১৮ বিকাল ৩টা।

সিলেটভিউ২৪ডটকম/২২ জুলাই ২০১৮/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন