আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

কামরানের সমর্থনে সুনামগঞ্জবাসীর মতবিনিময় সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২২ ২২:৩৫:৩০

সিলেটে :: সিলেটে বসবাসরত সুনামগঞ্জবাসীর উদ্যোগে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানে সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫টায় সিলেট জেলা আইনজীবি সমিতির ২নং হলে এ সভার আয়োজন করা হয়।

সিলেট জজকোর্টের ভিপিজিপি ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মো. রাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- অতীতেও আপনারা বদর উদ্দিন আহমদ কামরানকে নির্বাচিত করতে সহযোগিতা করেছে। আগামী ৩০ জুলাই আবার জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দিন কামরানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মাছুম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম. রশিদ আহমদ ও ছাত্রনেতা আবু ছালিমের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ডা. এম কে আব্দুল মোমেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. হোসেন আহমদ।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম,  আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মো. ছানাওর, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আ ন ম কনা মিয়া, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আনোয়ার হোসেন তোতা, যুক্তরাজ্য আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এস এম সুজন, সাবেক ভিপি এমসি কলেজ ইকবাল আহমদ, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুক্তার, মহানগর আওয়ামীলীগ সদস্য আব্দুস সোবহান, ছাত্র সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, দিরাই আওয়ামলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, আওয়ামীলীগ নেতা ইয়ার মিয়া, এডভোকেট আলাউদ্দিন, এডভোকেট মনির উদ্দিন, এডভোকেট শংকর, এডভোকেট বনশ্রী দাস অপু, এডভোকেট রাশেদা সাইদা, এডভোকেট আমেনা বেগম, আওয়ামীলীগ নেতা ইয়র মিয়া, এমদাদুল হক জায়েদ, দিপাল চক্রবর্তী, ছাতক প্রেস ক্লাবের সহ-সভাপতি বদরু উদ্দিন আহমদ, সুনামগঞ্জ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আব্দুল হাই পীর, ৫নং ওর্য়াড সহ সভাপতি নুরুল হক, আওয়ামীলীগ নেতা শাহীনুর রহমান চৌধুরী, মহানগর যুবলীগ নেতা আব্দুল লতিফ লিঠন, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য জিয়াউল হক জিয়া, কেন্দ্রীয় সদস্য জাহেদ আহমদ যুবলীগ নেতা শাহীনুর রহমান, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান, তালুকদার, জাহেদ হোসেন, সুজন দাস, রাজীব দাস, রাজীব দাস, রুপন তালুকদার, মনসুর মুর্শেদ, মুহিব চৌধুরী, নাফিস সামস তিয়াস প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২২ জুলাই ২০১৮/এমএইচআর/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন