আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

মৌলভীবাজারসহ ২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০৮ ১১:২০:০৭

সিলেটভিউ ডেস্ক :: আজ বুধবার থেকে ২৭টি জেলায় একযোগে দ্বিতীয় ধাপে স্মার্টকার্ড বিতরণ শুরু করছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।

বুধবার দুপুরের দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনাররা এই বিতরণের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান।

এস এম আসাদুজ্জামান বলেন, ২৭টি জেলার ভেতরে আটটি জেলায় ভিডিও কনফরেন্সের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করবেন সিইসি ও নির্বাচন কমিশনাররা। ২৭ জেলার সদর উপজেলায় যত ভোটার আছে তাদের সবাইকে স্মার্ট কার্ড দেওয়া হবে। আগামীকাল থেকে বিতরণ শুরু হয়ে টানা কয়েকদিন চলবে।

যে ২৭ জেলার সদর উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে তা হলো- মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর, ভোলা ও মৌলভীবাজার।

এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর একযোগে ৩৭টি জেলায় প্রথম বারের মতো স্মার্ট কার্ড বিতরণ করে নির্বাচন কমিশন।

সিলেটভিউ২৪ডটকম/ ০৮ আগস্ট ২০১৮/ ডেস্ক/ এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন