আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সেভ দ্যা নেচার অব বাংলাদেশ সুনামগঞ্জ শাখার বৃক্ষরোপণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১০ ০১:৩৮:২৩

সিলেট :: সেভ দ্যা নেচার অব বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ নির্দেশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদদের স্মরণে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জে অবস্থিত সুরমা ভ‍্যালী পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করার পর আলোচনা সভা করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন সেভ দ্যা নেচার অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাগর। সভা পরিচালনা করেন সফিকুর রহমান রনি। উক্ত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাগর ও সহ-সভাপতি মাজেদুল ইসলাম (ফরহাদ)।

নজরুল ইসলাম সাগর বলেন, "গাছকে মানুষের হৃদপিন্ড হিসেবে বিবেচনা করা যায়" কারণ বেঁচে থাকার প্রয়োজনীয় অক্সিজেনের জন্য মানুষের প্রতিটা সেকেন্ড গাছের উপর নির্ভর করতে হয়।তাই আসুন সবাই মিলে গাছ লাগাই, সবুজ শ্যামল বাংলাদেশ সাজাই।
মাজেদুল ইসলাম বলেন, উন্নয়নের সরকার শেখ হাসিনার সরকার।গাছ লাগান, পরিবেশ বাঁচান।গাছে গাছে ভরব দেশ, গরব সোনার বাংলাদেশ।

এছাড়া সেভ দ্যা নেচার অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাকিব রহমান (হৃদয়), মেহেদী হাসান সানী, সাকিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান ইফতি, রাজন উদ্দিন, মাহিবুল আলম, শামসুজ্জামান আহমেদ এবং সদস্য মোঃ নুরুল হাছান আতাহের (বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক), ফয়সাল আহমেদ (সহ-সভাপতি সুনামগঞ্জ সদর যুবলীগ), সফিকুর রহমান রনি, ফারুক আহমেদ, সেলিম আহমেদ, তায়েফ আহমেদ, আতিকুর রহমান সুজন, মতিউর রহমান, তাহের আহমেদ, নূর আহমেদ রুবেল উপস্থিত ছিলেন।

সঙ্গঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অনিক, সুফিয়ান, মাহী, সাকিব, আমজাদ, রাহাত, অনিক, মাহদী, অরভীল সহ প্রমুখ।সবশেষে
ফয়সাল আহমেদ বলেন, সবুজ অরণ্যে লাগাবো বৃক্ষ বাংলাদেশ হবে সমৃদ্ধ।
 
এই ভেলী পার্কে ৫০টি গাছের চারা রোপণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১০ আগস্ট ২০১৮/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন