Sylhet View 24 PRINT

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১২ ১১:০৭:১৬

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।কয়েক সেকেন্ড স্থায়িত্বের এই ভূমিকম্পে কেঁপে ওঠে বাড়িঘর। বুধবার (১২সেপ্টম্বর) বেলা ১০টা ৫৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ ছিল বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা ও আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। তিনি জানান, সিলেট থেকে ২৮৩ কিলোমিটার দূরে ভারতের আসামে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

রিখটার স্কেলে উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে অনেকেই বাসাবাড়ি থেকে বের হয়ে আসেন।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেটভিউ২৪ডটকম/১২ সেপ্টেম্বর ২০১৮/ডিজেএস/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.