আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১২ ১৭:০১:৫৩

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধরা পড়েছে একটি অজগর সাপ। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার জানকিছড়ার লিচু বাড়ি এলাকায় অজগরটিকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, লিচু বাড়ি এলাকায় মাঠে কাছে একটি ছাগলের চিৎকার শোনা গেলে এলাকাবাসী গিয়ে দেখে বিশাল আকারের একটি অজগর সাপ ছাগলটিকে খাওয়ার জন্য পেচিয়ে রেখেছে। এসময় স্থানীয় লোকজন অজগরটিকে তাড়া করলে ছাগলটিকে ছেড়ে পাশের ঝোপঝারে ঢোকে পরে। পরে এলাকাবাসী বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল সাপটি ছাগল খাওয়ার উদ্যোশে এখানে আসে। অজগর ছাগলটিকে ধরে ছাগলের সারা শরীর পেচিয়ে ফেলার ফলে ছাগলটি মারা গেছে। বর্তমানে সাপটি লিচু বাড়ি এলাকায় রাখা হয়েছে। উদ্ধার করা অজগরটি সুস্থ্য রয়েছে এবং বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সাপটিকে বনে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/১২ সেপ্টেম্বর ২০১৮/শিত/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন