আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ছাত্রদল নেতা রকিবের দাবি, রাজু হত্যায় জড়িত নন তিনি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১২ ১৮:০৪:১৩

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যাকাণ্ডে জড়িত নয় বলে দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য আব্দুর রকিব চৌধুরী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন। একইসাথে জেলা বিএনপির এক নেতা এই হত্যাকাণ্ডে জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন রকিব।

গত ১১ আগস্ট সিলেট নগরীর কুমারপাড়ায় কুপিয়ে হত্যা করা হয় ফয়জল হক রাজুকে। এ ঘটনায় তার চাচা দবির আলী বাদী হয়ে ২৩ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরীকে প্রধান আসামি করা হয়।

লিখিত বিবৃতিতে আব্দুর রকিব চৌধুরী বলেন, ‘রাজু হত্যাকাণ্ডে আমার কোন সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য আমাকে ফাঁসানো হয়েছে।’

সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে জেলা বিএনপির এক নেতা এই হত্যাকাণ্ডে জড়িত বলে ইঙ্গিত করেছেন রকিব।

রকিব বলেন, ‘রাজুর মোবাইল ফোনের কললিস্ট বের করলে তার প্রকৃত ঘাতকরা ধরা পড়বে। যারা রাজু হত্যাকা-ের বিচার চাইছেন, তাদের সাথে রাজুর দীর্ঘদিনের বিরোধ ছিল। আমার সাথে রাজু কোনো বেয়াদবি করেনি, তার সাথে আমার কোনো বিরোধ ছিল না।’

সিলেটভিউ২৪ডটকম/১২ সেপ্টেম্বর ২০১৮/শাদিআচৌ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন