Sylhet View 24 PRINT

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ৯ম মৃত্যু বার্ষিকী পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১২ ১৮:৪৫:১৬

দিরাই প্রতিনিধি :: ভাটি বাংলার বাউল সম্রাট শাহ আব্দুল করিমের আজ ৯ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

একুশে পদক প্রাপ্ত এই বাউল সম্রাট ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। তার লিখে যাওয়া অসংখ্য গান আজও ভক্তদের মনে নারা দেয়। আব্দুল করিম বলেছিলেন জীবন লীলা সাঙ্গ হলে শুয়ে থাকব মায়ের কোলে তাপ অনুতাপ ভুলে, ঠিক এমনি করে ২০০৯ সালের ১২ সেপ্টম্বর সিলেটের নূর জাহান ক্লিনিকে  ৯১ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিয়ে ছিলেন খ্যাতিমান এই বাউল সম্রাট।

আজীবন সম্মাননায় ভূষিত সিটিজেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্ত এই বাউল সম্রাট আজীব দরিদ্রতার সাথে লড়াই করে গেছেন। তার লেখা গান কথা বলত সুখ প্রেম ভালবাসার পাশাপাশি কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। শাহ আব্দুল করিমের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে উনার নিজ গ্রাম দিরাই উপজেলায় উজানধলে দিনব্যাপী অনুষ্টানের আয়োজন করা হয়। ধল গ্রামবাসীর আয়োজনে ও বাউল শাহ আব্দুল করিম পরিষদের সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচীতে দুপুর ২ টায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। বিকাল ৩ টায় পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। বিকাল ৫ টায় বাউল সম্রাটের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে ফযর এর পূর্ব পর্যন্ত করিম গীতির আসরের আয়োজন করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/১২ সেপ্টেম্বর ২০১৮/হিপু/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.