আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

জগন্নাথপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১২ ১৯:০৮:১১

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্বাস্থ্য কর্মীরা অংশ নেন। উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে বুধবার সকাল ১১টায় কর্মশালা শুরু হয়ে বিকেলে সমাপ্ত হয়।

উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের পরিচালক যুগ্ম সচিব কুতুব উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোজাম্মেল হক, ইউএনও মোহাম্মদ মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামস্ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, প্রোগ্রাম ম্যানেজার ডা. এ.বি.এম শামছুউদ্দিন আহমেদ, ডা. ননী ভূষন তালুকদার, ফিল্ড অফিসার শাহীন আক্তার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছুর রহমান প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রফিকুল ইসলাম, গীতা পাঠ করেন অঞ্জন কুমার চৌধুরী। কর্মশালায় বক্তাগণ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সেবার মনোভাব নিয়ে আন্তরিকতার সহিত মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান। প্রসূতি মায়েরা যাতে সঠিক সেবা পান এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাভাবিক প্রসব করাতে সবাইকে আন্তরিকতার সহিত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/১২ সেপ্টেম্বর ২০১৮/সাহাসু/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন