আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ছাতকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিংচাপইড়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৩ ২১:০৫:৩২

ছাতক প্রতিনিধি :: ছাতকে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্তঃ ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সিংচাপইড় ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের পাবলিক খেলার মাঠে (মন্টু বাবুর মাঠ) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সিংচাপইড় ইউনিয়ন ফুটবল দল ও জাউয়াবাজার ইউনিয়ন ফুটবল দল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ন খেলা নির্ধারিত সময়ে গোল শূন্যভাবে শেষ হলে ট্রাইবেকারের মাধ্যমে ম্যাচের নিস্পত্তি ঘটে।  ট্রাইবেকারে ৩-২ গোলে বিজয়ী হয় সিংচাপইড় ইউনিয়ন ফুটবল দল।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এ র আগে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

খেলা আয়োজক কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীর সভাপতিত্বে ও সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী সৈয়দ লাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশিনার (ভুমি) সোনিয়া সুলতানা, ব্যারিস্টার ইকবাল কালাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত।

এসময় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আজিজুর রহমান,  উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মিসবাহ উজ্জামান শিলু, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন, আব্দুর রহিম, শিক্ষক গোলাম মোস্তফাসহ ক্রীড়ামোদি ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় সেরা গোলদাতার পুরস্কার পেয়েছেন সিংচাপইড় ইউনিয়ন দলের পারভেজ আহমদ ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাউয়া ইউনিয়ন দলের শাহীন আহমদ।  খেলা পরিচালনা করেন রেফারি সৈয়দ আহমদ লেচু।

সিলেটভিউ/১৩ সেপ্টেম্বর ২০১৮/এমএ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন