Sylhet View 24 PRINT

অবশেষে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৩ ২২:৩৬:০৪

সিলেটভিউ ডেস্ক :: সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন আইন সংসদে পাস হয়েছে।আজ বৃহস্পতিবার রাত নয়টা ২০ মিনিটে সংসদের চলমান ২২তম অধিবেশনে এ-সংক্রান্ত বিলটি আইন হিসেবে পাস হয়।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।

চিকিৎসাক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণে দেশের এই চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনটি পাসের জন্য সংসদে প্রস্তাব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরে কণ্ঠভোটে পাস হয় আইনটি।

এর আগে বিলটির বিভিন্ন দফায় কিছু কিছু বিষয়ে সংশোধনীর প্রস্তাব করে বক্তব্য দেন জাতীয় পার্টির ফখরুল ইমাম ও শামীম হায়দার পাটোয়ারি। তবে কণ্ঠভোটে সেগুলো নাকচ হয়ে যায়।

গত ৯ জুলাই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পক্ষে প্রতিমন্ত্রী জাহিদ মালেক ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৮’সংসদে উত্থাপন করেন।

পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়. সিলেট মহানগরীতে অথবা সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো জায়গায় এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

প্রস্তাবিত আইনে নার্সিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়নের ব্যবস্থা রাখা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দেশে চিকিৎসা শাস্ত্রের মানোন্নয়নে উচ্চ শিক্ষা, গবেষণা, আধুনিক জ্ঞান চর্চার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা অতি প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পর রাজশাহী ও চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হয়েছে।

সিলেটভিউ/১৩ সেপ্টেম্বর ২০১৮/ঢাটা/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.