Sylhet View 24 PRINT

সিলেটে পুলিশের ৪টি মামলায় বিএনপির আসামি যারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৯ ০০:০৩:৫৭

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট নগর পুলিশের চারটি থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪টি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাগুলো করেছে। এসব মামলায়

এসব মামলায় পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা দান, নাশকতার চেষ্টা প্রভৃতি অভিযোগ আনা হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। চারটি মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৯৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর নগরীর শাহপরান থানায় এসআই মশিউর রহমান বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিল্টন, সাবেক ছাত্রদল নেতা টিটন মল্লিক, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, বিএনপি নেতা নাজিম উদ্দিন লস্কর, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক বদরুল আজাদ রানা, জেলা ছাত্রদলের শিক্ষা ও উপবৃত্তি বিষয়ক সম্পাদক শেখ আল মামুন রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা দিপক রায়, বিএনপি নেতা তারেক আহমদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, বিএনপির সদস্য মিজানুর রহমান, সাবেক ছাত্রদল নেতা আহমদ চৌধুরী, বিএনপি সদস্য সাইফুদ্দিন আহমদ তাবিল, বিএনপি সদস্য তারেক আহমদ, বিএনপি সদস্য সাইফুল ইসলাম খালেদ, বিএনপি সদস্য দিপু, বিএনপি সদস্য আল-আমিন মোহাম্মদ জাহাঙ্গীর, ছাত্রদল সদস্য আব্দুল্লাহ জাবেদ, বিএনপি সদস্য বিল্লাল, ছাত্রদল সদস্য মাহফুজ আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শিবগঞ্জ লামাপাড়ার কয়েস আহমদ, বিএনপি সদস্য মকবুল, ইফতেখার, শিবগঞ্জ লাকড়ীপাড়ার সাজু মিয়া, বিএনপি নেতা মুনিম লস্কর, তেররতনের মুক্তা আহমদ ও লামাপাড়ার কামরান আহমদ সজল।

একইদিন (১৫ সেপ্টেম্বর) নগরীর জালালাবাদ থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে এসআই পরিমল চন্দ্র দাশ বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ মামলার আসামিরা হলেন- সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আব্দুল হাদী মাসুম ওরফে মাসুম আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফছর খান, স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজ খান, আজিজ খান সজীব, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উসমান গনি, ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের আহবায়ক রাসেল আহমদ খান, হাওলাদার পাড়ার সেলিম আহমদ, পাঠানটুলার আকমল খান, বড়বাড়ীর দেলোয়ার হোসেন জয়, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি শহীদ মিয়া ওরফে শহীদ চেয়ারম্যান, সদর উপজেলার বিএনপির সহ সভাপতি আজির উদ্দিন ওরফে আজির চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি এ কে এম আবদুল্লাহ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক মিয়া, মদন মোহন কলেজ ছাত্রলের সাবেক সভাপতি শিহাব আহমদ, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মিনহাজ পাঠান, পাঠানটুলার আতিকুর রহমান আতিক, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, কুমারগাঁও এলাকার আলিবুর রহমান, আখালিয়া নয়াবাজারের আব্দুল হাফিজ, সদর উপজেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল হাসনাত, শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এস কে শাহীন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ হেলাল, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম আহমদ, ধনপুরের ফারুক আহমদ, ৮নং কান্দিগাঁও ইউপি বিএনপির সাধারন সম্পাদক ওয়ারিছ মিয়া, ৮নং কান্দিগাঁও ইউপি বিএনপির সভাপতি বাদশা মিয়া, ঘোপালের আব্দুর রহমান, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল, আখালিয়ার এনাম হোসেন, হাওলাদারপাড়ার আজিম আহমদ, হাওলাদারপাড়ার মান্না হোসেন বাপ্পি, পশ্চিম পাঠানটুলার মাহবুবুর রহমান জুবায়ের, কালীবাড়ীর শিমুল পাল, বড়বাড়ীর তারেক মিয়া বাবুল, ক্বারীপাড়ার রিয়াজ মিয়া, ক্বারীপাড়ার ফয়ছল মিয়া, মৌলভীরগাঁওয়ের জৈন উদ্দিন, বড়কাপনের রুস্তম আলী, পুরান কালারুকার ইসলাম উদ্দিন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন, দুলাল রেজা, নাজিরেরগাঁও পাখি মিয়া, কালীগাঁওয়ের জিতু হাসান, টুকেরগাঁওয়ের জাকারিয়া, চরুগাঁওয়ের গুলজার আহমদ, বড়গুলের আতিকুর রহমান, মোহাম্মাদী আবাসিক এলাকার গিয়াস, সাজু মিয়া, মোহাম্মদ আলী, কুমারগাঁওয়ের বাদশা, সোহেল, হায়াত উল্লাহ, দশঘরের এবি শিহাব, পাগইলের আশরাফুল আলম পাবেল, আখালিয়া নোয়াপাড়ার রাজন, সুমন, নেহারীপাড়ার নিশা সুমন।

১৬ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানায় এসআই বেনু চন্দ্র দেব বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

মামলার আসামিরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কোহিনূর মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, ছাত্রদল নেতা মতি মির্জা, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সোহেল রানা, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর কবীর রিপন, ছাত্রদল নেতা আজহার আলী, বরইকান্দি ইউনিয়ন জামায়াতের আমীর রেহান আহমদ হারিছ, বিএনপি কর্মী সানুর মেম্বার, আব্বাস, বাবর আহমদ রনি, শিবিরকর্মী আলমগীর কবির লিমন, ছাত্রদলকর্মী ফরহাদ, সাজাই, সাহেল, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, ছাত্রদলকর্মী ইজাজুল, রিমন আহমদ রিমু, যুবদল কর্মী মুন্না, জাকারিয়া, বিএনপি কর্মী আমিনুর রহমান মিফতা, যুবদলকর্মী শহীদ রেজা, ছাত্রদলকর্মী মোহন, বিএনপিকর্মী লোকমান, হুমায়ূন, ছাত্রদলকর্মী জায়েদ, যুবদলকর্মী জয়নাল আবেদীন, জামায়াতকর্মী কাজী জাফর আহমদ, শিবির কর্মী মুক্তাদিও, যুবদলকর্মী রাসেল, বিএনপিকর্মী দেলোয়ার, ছাত্রদল কর্মী অলি, যুবদলকর্মী ছাদেক, মির্জা জনি আহমদ, ছাত্রদলকর্মী রায়হান, শিবিরকর্মী মকসুদ আহমদ, সিলেট পলিটেকনিক্যাল শিবিরের সভাপতি আসাদুজ্জামান সাফি, বিএনপিকর্মী বদরুল আলম, জামায়াতকর্মী তারিকুল ইসলাম তারেক, বিএনপিকর্মী আবুল কালাম, শিবিরকর্মী আবুল হাসনাত, আবু বক্কর সিদ্দিক বাপ্পি, মুছা আহমদ, ছাত্রদলকর্মী আবু রায়হান রাজু, বিএনপিকর্মী আজাদ আহমদ, সোহেল, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাখন মিয়া, ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মান্নান ওরফে কালা মান্নান, তুরন, বিএনপিকর্মী খালেদুর রহমান, শাহিন আহমদ রনিসহ অজ্ঞাত আরো কয়েকজন।

এদিকে, ১৭ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় বিষ্ণুপদ রায় বাদী হয়ে বিএনপির ৫৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।

এ মামলার আসামিরা হলেন- জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাহির চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব ফয়সল, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য চৌধুরী মো. সুহেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল, জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সভাপতি গোলাম আহমদ সেলিম চৌধুরী, জুবের আহমদ জুবের, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সহ-সভাপতি এনামুল হক, রাইসুল ইসলাম সনি, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, ছদরুল ইসলাম লোকমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, আনোয়ার হোসেন রাজু, হোসাইন আহমদ, তাজুল ইসলাম সাজু, আবু কাহের রাশেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাবির সাকি, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুর রহমান রাশেদ, মহানগর ছাত্রদলের সহ সভাপতি কবির আহমদ উজ্জ্বল, আব্দুল করিম জোনাক, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সামছুদ্দিন শামসুল, সুহেব আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিরাজ ভুইয়া পলাশ, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক স্বপন, সাবেক সহ সভাপতি ময়মুল ইসলাম, সাবেক সহ সাধারণ সম্পাদক বোরহান আহমদ রাহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম মকসুদ আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক আফছর খান, মাসুক আহমদ, মহানগর যুবদল নেতা শাকিল মুর্শেদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাবিল রাজা চৌধুরী, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন পারভেজ, গোলাপগঞ্জের ফাহিম আহমদ চৌধুরী, ফয়সল ইসলাম, বিয়ানীবাজারের কাউসার আহমদ ওরফে রিমন আহমদ, গোলাপগঞ্জের খালেদ আহমদ, ফাহিম আহমদ ওরফে টিপু আহমদ, সোবহানীঘাট মৌবন এলাকার ফরিদ আলী, গোলাপগঞ্জের তানভির আহমদ, আম্বরখানা এলাকার তানভীর আহমদ চৌধুরী, বিশ্বনাথের তানিমুল ইসলাম ও মহানগর বিএনপির সমর্থক মনিন্দ্র রঞ্জন দে।

সিলেটভিউ২৪ডটকম/১৯ সেপ্টেম্বর ২০১৮/শাদিআচৌ/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.