আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেট-৩ আসনের জনগণের উন্নয়নে কাজ করতে চাই: মিসবাহ সিরাজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৯ ০০:৩১:৪০

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ :: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। অতীমের টাকা আত্মসাতকারী, লুটেরা, দেশবিরোধীদের বিরুদ্ধে সচেতন থাকার আহবান জানিয়ে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের উন্নয়নের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের দুরস্থার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, পদ্মসেতু বাস্তবায়ন, ফ্লাইওভার নির্মাণ, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাই স্থাপনসহ দেশে যুগান্তকারী উন্নয়ন সাধন হলেও দক্ষিণ সুরমা, বালাগঞ্জবাসীর প্রাণের দাবি এই সড়কটির যথাযথ উন্নয়ন হয়নি।

তিনি বলেন, দ্রুততম সময়ে সুলতানপুর সড়ক উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অতীতের মত ভবিষ্যতেও দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ (সিলেট-৩) আসনের জনগণের উন্নয়নে কাজ করতে চাই। তিনি নেতাকর্মীদের সমর্থন ও দলীয় মনোনয়ন পেলে সিলেট-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আশা প্রকাশ করেন।

এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ মঙ্গলবার (১৮সেপ্টেম্বর) বিকালে ও সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদরাসা বাজার ও মোরারবাজারে দলীয় নেতাকর্মীদের সাথে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। এসব মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দুদু মিয়া।

সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. কাজল লস্কর, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, উপজেলা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, ইউনিয়ন শাখার সহ-সভাপতি এমএ মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমদ আলী কাচা, আওয়ামী লীগ নেতা শহীদুর রহমান গেদা, শাহ আব্দুস সাত্তার, ছমির উদ্দিন, মুজিবুর রহমান, হাজী গুলশের আলী, হারুন রশিদ, জমির উদ্দিন, ইসলাম উদ্দিন, জেলা পরিষদ সদস্য মো. লোকন মিয়া, লিটন মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. তেরা মিয়া, যুবলীগ নেতা শিরমান উদ্দিন, সাহেদ আহমদ গেদা, সুহেল আহমদ, খন্দকার আব্দুর রকিব মেম্বার, আতিকুল ইসলাম আতিক, ইসলাম উদ্দিন, চুনু মিয়া, আমির মোহাম্মদ শুভ, হেলাল উদ্দিন, মাহমুদ আলী, সুহেল বারী, মোস্তাফিজুর রহমান, আখতার আহমদ, শাহজাহান আহমদ, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, খালেদ আহমদ, সালেহ আহমদ, সামসুল হক লেচু, সাহাব উদ্দিন, আহমদ মোসাদ্দিক, মুছা নিয়াজ, মামুন আহমদ, মুহিন আহমদ, মাছুম আহমদ, মইনুল ইসলাম, জাকির আহমদ, মামুন আহমদ প্রমুখ। এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ মতবিনিময় সভার আগে বাদ আসর প্রখ্যাত বুযুর্গ আল্লামা হাফিজ মাওলানা নূর উদ্দিন গহরপুর (রহ.) মাজার জিয়ারত করেন ও মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজুর সাথে মতবিনিময় করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৯ সেপ্টেম্বর ২০১৮/জেআরজে/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন