আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ইমরান অাহমদ মহিলা কলেজে অাইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১১ ১৪:৩১:৫৬

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার নারী শিক্ষা বিস্তারের একমাত্র প্রতিষ্ঠান ইমরান অাহমদ সরকারি মহিলা কলেজ। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে পিছিয়ে পড়া এ অঞ্চলের নারী শিক্ষার অালো প্রসারিত হয়েছে।

এমপি ইমরান আহমদের ঐক্লান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি তার সুনাম ধরে রেখেছে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং মান সম্পন্ন শিক্ষার অালো পৌঁছার লক্ষে ৪তলা বিশিষ্ট অাইসিটি ভবনের ভিত্তিপ্রস্থরের মাধ্যমে প্রতিষ্ঠান অারও একধাপ এগিয়ে গেল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজের প্রতিষ্ঠাতা সিলেট-৪ অাসনের শিক্ষা বিস্তারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান অাহমদ এমপি প্রধান অতিথি হিসাবে ৪তলা বিশিষ্ট অাইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় অারও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা অাওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল অাহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ, ইমরান অাহমদ সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মোঃ এনামুল হক সরদার, উপাধ্যক্ষ শাহেদ অাহমদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মইনুল জাকির, জৈন্তাপুর চেয়ারম্যান এখলাছুর রহমান, নিজপাট ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি অাতাউর রহমান বাবুল, সাবেক উপজেলা অাওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি অাব্দুল কাদির, সাবেক জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, অাওয়ামীলীগ নেতা অালা উদ্দিন, নজরুল ইসলাম, শ্রমিকলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম, মোস্তফা মিয়া, অাব্দুল মন্নান, জৈন্তাপুর উপজেলা অাওয়ামী যুবলীগের যুগ্ম অাহবায়ক কুতুব উদ্দিন, শাহীন অাহমদ, ছাত্রলীগ নেতা শাহীন অাহমদ, মাহবুবুর রহমান সবুজ, কুতুব উদ্দিন।

এছাড়া অারও উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা সহ জৈন্তাপুর উপজেলা অাওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

সিলেটভিউ২৪ডটকম/১১ অক্টোবর ২০১৮/এমএইচ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন