Sylhet View 24 PRINT

সরকারি চাকরিতে ৫ ভাগ কোটা বহালের দাবিতে সিলেটে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১১ ১৮:২৪:২৩

নিজস্ব প্রতিবেদক :: সরকারি চাকরিতে আদিবাসী কোটা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর সিলেট আদিবাসী ছাত্র ঐক্য পরিষদ। বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের সভাপতিত্ব করেন বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদের সভাপতি শুভ কুমার সিংহ।

মণিপুরী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কিরণ সিংহর পরিচালনায় বক্তব্য রাখেন মণিপুরী সমাজকল্যাণ পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি নির্মল কুমার সিংহ, মহানগর শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, ইমজার সভাপতি আশরাফুল কবীর, বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদের সহ সভাপতি রুমা সিনহা, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলাবাবু সিংহ, মণিপুরী মৈতেই ছাত্র  প্রতিনিধি জয় শর্মা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন তীব্র আকার ধারণ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেন। সরকারি চাকরিতে ১ম ও ২য় শ্রেণি (৯ম গ্রেড থেকে ১৩তম গ্রেড) নিয়োগের ক্ষেত্রে ৫ ভাগ আদিবাসী কোটাও বাতিল করা হয়। এ প্রসঙ্গে মন্ত্রী পরিষদ সচিব বলেন যে, দেশে এখন আর পিছিয়ে পড়া কোন জনগোষ্ঠী নেই। আমরা এ বক্তব্যের তীব্র বিরোধীতা করছি।’

বক্তারা আরও বলেন, ‘আমরা সরকারের বিরুদ্ধে কোন মানববন্ধন করছি না। এখানে আমাদের একটাই দাবি হল সরকারি চাকরিতে যেন ৫ ভাগ কোটা বহাল রাখা হয়। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা আদি ও নৃগোষ্ঠিদের এ দাবিটা যেন বিশেষভাবে দেখেন। আমাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন কর্মসূচী চালিয়ে যাবো।’

সিলেটভিউ২৪ডটকম/১১ অক্টোবর ২০১৮/এলএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.