Sylhet View 24 PRINT

এস কে সিনহা’র ‘এ ব্রোকেন ড্রিম’ গ্রন্থ নিষিদ্ধ করার দাবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৫ ১৮:৪২:১৬

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক প্রধান বিচারপতি এস, কে, সিনহা রচিত “এ ব্রোকেন ড্রিম” নামক গ্রন্থ নিষিদ্ধ করার দাবি করা হয়েছে। গ্রন্থে মীতৈ ও মুসলিম মণিপুরীদের পাকিস্তানপন্থী রাজাকার বলে অভিহিত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। মণিপুরী ঐক্য পরিষদের আয়োজনে সোমবার সকাল ১১ টায় উপজেলা চৌমুহনায় এ কর্মসূচি পালিত হয়েছে। 

মানববন্ধনে মৈরা পাইবী সমাজকল্যান সংস্থা, মণিপুরী কালচারেল কমপ্লেক্স, মণিপুরী উইম্যানস সোসিয়েল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, মৈরা পাইবী মহিলা উন্নয়ন সংস্থা, ভানুবিল-মাঝেরগাঁও মৈরা পাইবী মহিলা সমিতি, নীলকুঠি ইমা সমিতি, সলাই পুন্সিফম বাংলাদেশ, মণিপুরী সমাজ উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠনের লোকজন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে। মানববন্ধনে সরকারের কাছে “এ ব্রোকেন ড্রিম” গ্রন্থটি নিষিদ্ধ এবং সিনহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়।

মণিপুরী ঐক্য পরিষদের আহবায়ক খোইরোম ইন্দ্রজিৎ এর সভাপতিত্বে ও সমাজকর্মী সমেন্দ্র সিংহের পরিচালনায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মণিপুরী ঐক্য পরিষদ নেতা কবি এ, কে, শেরাম, ঐক্য পরিষদের সদস্য সচিব কে, মনিন্দ্র সিংহ, মুক্তিযোদ্ধা মনমোহন সিংহ, থোঙান বীরেন, হরেন্দ্র সিংহ, মণিপুরী কালচারেল কমপ্লেক্স এর আহবায়ক জয়ন্ত কুমার সিংহ, সদস্য সচিব মাইস্লাম রাজেশ, মৈরা পাইবী সমাজকল্যান সংস্থার সভানেত্রী সৌদামনি শর্মা, সাংবাদিক বিশ্বজিৎ রায়, প্রনীত রঞ্জন দেবনাথ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিচারপতি সিনহা “এ ব্রোকেন ড্রিম'” গ্রন্থে  মীতৈ ও মুসলিম মণিপুরীদের নিয়ে মনগড়া, কাল্পনিক তথ্য উপস্থাপন করেছেন। মণিপুরীরা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছে। নিজের অপকর্ম ঢাকতে তিনি বইয়ে মিথ্যা তথ্য উল্লেখ করেছেন। পরে এস, কে, সিনহা রচিত গ্রন্থটি বাংলাদেশ প্রকাশ, প্রচার বা বিপনন সম্পুর্ণরুপে নিষিদ্ধ এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৮/জআ/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.