Sylhet View 24 PRINT

বালাগঞ্জে গ্রাম আদালতের ‘কমিউনিটি মতবিনিময় সভা’ অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৮ ০২:১৮:৫০

বালাগঞ্জ প্রতিনিধি:: বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য়) প্রকল্পের আওতায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম।

ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি’র অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করছে।

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দেওয়ান বাজারসহ বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে প্রকল্প বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে রয়েছে।

ব্লাস্ট’র বালাগঞ্জ উপজেলা কো-অডিনেটর মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সাবেক ইউপি সদস্য আব্দুল বশির, সমাজকর্মী বাবরু মিয়া, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আহমদ আলী, ইউপি সদস্য সাহেলা বেগম, শাম্মী আক্তার, মো. আইয়ুব উল্লাহ, শামছুল ইসলাম, এসএম সাহেদ, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা ছালেহ আহমদ, গ্রাম আদালত সহকারী অর্পণা দাস প্রমুখ। 

সভায় বক্তারা গ্রাম আদালতের বিভিন্ন দিক তুলে ধরে গ্রাম আদালতকে সক্রিয় এবং স্বার্থক বিচার ব্যবস্থার অংশ হিসেবে প্রতিষ্ঠাতা করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/ ১৮ অক্টোবর ২০১৮/ কেআরএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.