আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

দিরাই উপজেলা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ১৪ দল নেতারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৯ ০০:০২:২৮

দিরাই প্রতিনিধি:: দিরাই উপজেলা সদরের জগন্নাথ জিউর মন্দির পূজা মন্ডপ, হারানপুর পুরাতন পূজা মন্ডপ, হারানপুর নতুন পূজা মন্ডপ, মজলিশপুর পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ১৪ দল নেতারা। 


বৃহস্পতিবার দিনব্যাপী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। 

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, দিরাই শাল্লায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য, সিলেট ল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু, দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খালেদ মিয়া, উপজেলা যুবলীগ নেতা মারফত মিয়া, মকসুদ আলম, লাল মিয়া, দিরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার তালুকদার, উপজেলা কৃষকলীগ নেতা স্বপন মিয়া, উপজেলা এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামছুল আলম, সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাহেদ হাসান, আশফাকুর রহমান, দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা রায়হান মিয়া প্রমুখ।

শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে, অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে বিশ্বের দরবারে বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে ঠিক তখনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, একটি কুচক্রীমহল সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আগামীতেও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৯ অক্টোবর ২০১৮/ কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন