আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

২৩০৯ কোটি টাকায় সম্প্রসারণ হচ্ছে ওসমানী বিমানবন্দর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০৭ ২১:২৯:১২

সিলেটভিউ ডেস্ক :: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৩০ হাজার ২৩৪ কোটি টাকার মোট ২৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তন্মধ্যে রয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পও।

বুধবার একনেকে উপস্থাপিত ২৮টি (নতুন ও সংশোধিত) প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ২৩৪ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ২৪ হাজার ৮৫৪ কোটি ১৭ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৩৯ কোটি ১৭ লাখ টাকা এবং বৈদেশিক প্রকল্প সাহায্য বাবদ ৪ হাজার ৫০৬ কোটি ৭৪ লাখ টাকা জোগান দেওয়া হবে।

বৈঠক শেষে  পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়) প্রকল্পটিও বুধবারের একনেক বৈঠকে অনুমোদিত হয়েছে। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩০৯ কোটি ৭৯ লাখ টাকা। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সিলেটভিউ২৪ডটকম/৭ নভেম্বর ২০১৮/ডেস্ক/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন