আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নুরুল ইসলাম নাহিদের পক্ষে ঐক্যবদ্ধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০৭ ২২:০৯:৪৩

সিলেট :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের আসনে নুরুল ইসলাম নাহিদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার উপজেলা আওয়ামী লীগের কর্মিসভায় ক্ষোভ ঝাড়লেও তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা শেষমেষ প্রার্থী হিসেবে নুরুল ইসলাম নাহিদের পক্ষে কাজ করার ঐক্যমতে পৌঁছান।

সভায় বক্তারা বলেন, সিলেট-৬ আসনে বিগত ১৯৯১ সাল থেকে নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। সংসদ সদস্য হিসেবে তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার যুগান্তকারী উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করেছেন। সৎ এবং যোগ্য প্রার্থী হিসেবে এই এলাকার ভবিষ্যত উন্নয়নে তার বিকল্প নেই। সভায় অতীতের সকল বিভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন বক্তারা।

গোলাপগঞ্জ উপজেলার সদরে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছামাদ জিলুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা পরিষদ সদস্য সায়্যিদ আহমদ সুহেদ, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শরফ উদ্দিন, ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল লেইছ, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আওয়ামী নেতা জগলুল আহমদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান, লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মছলু, লক্ষ্মীপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিম নান্টু, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলিছুর রহমান, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক এনামুল কবির এনাম, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক বদরুল হক, বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মস্তাক আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা ফরিদ উদ্দিন ইরান, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ প্রমুখ।

সিলেটভিউ/৭ নভেম্বর ২০১৮/প্রেবি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন