আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সিলেটে আসেনি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০৮ ১৭:০৪:২৬

নিজস্ব প্রতিবেদক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের জন্য মনোনয়নপত্র সিলেটে এসে এখনো পৌছায়নি। তবে আগামী রবিবারে মনোনয়নপত্র সিলেট আসতে পারে বলে সিলেটভিউকে জানান সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি কোনো তারিখ উল্লেখ করেননি। নির্বাচনের নির্দিষ্ট দিনের বিষয়ে নির্বাচন কমিশনের অন্য কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে তারাও এ বিষয়ে কিছু বলতে পারেননি। তবে তারা জানান, নির্বাচন-সংক্রান্ত ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। এবং মনোনয়নপত্র সিলেট আসার পরেই তা বিতরণ শুরু হবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন,  আগামী রবিবার মনোনয়নপত্র বিতরণ শুরু করা হবে। আসন্ন সংসদ নির্বাচনের ৩০০ আসনে জন্য ৪০ হাজার ৬৫৭টি ভোটকেন্দ্রের খসড়া তালিকা করেছে ইসি। এর মধ্যে সম্ভাব্য ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪ হাজার ৪৫৩টি। তফসিল ঘোষণার পর আসন অনুসারে ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।
 
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ অনেক আগে থেকেই কার্যক্রম শুরু করেছে। এমনকি তাদের প্রার্থী বাচাইও প্রায় চূড়ান্ত। নেতারা বলছেন, সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা একে অপরের সঙ্গে আলোচনা করছেন। তবে এ বিষয়ে বাইরে তারা কিছু প্রকাশ করছেন না।

এদিকে বিরোধীদল জাতীয় পার্টিও নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে আরেক বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এখনো নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে মুখ খুলছে না। তারা এখন পর্যন্ত বলছে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ছোটখাট দলগুলোও জোট করে মাঠে নামার জন্য চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সালের ৩০ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে করতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/০৮ নভেম্বর ২০১৮/ আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন