Sylhet View 24 PRINT

ফেঞ্চুগঞ্জে নদী খনন, মাটি বিক্রির অভিযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০৮ ১৮:৩৪:০১

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: হাওর এলাকায় আগাম বন্যা প্রতিরোধ করতে ও নদীর নব্যতা ফিরাতে ফেঞ্চুগঞ্জ এলাকায় নদী খনন কাজ চলছে। গত এপ্রিলে শুরু হওয়া এ খনন কাজ চলবে ২০১৯ এর মে মাস পর্যন্ত।

জানা যায়, হাওর এলাকায় আগাম বন্যা প্রতিরোধ ও নিস্কাশন উন্নয়ন প্রকল্প দ্বিতীয় সংশোধনীর আওতায় এ খনন কাজ হচ্ছে। ফেঞ্চুগঞ্জ জুড়ি নদী মুখ, ঘিলাছড়া হাকালুকি জিরো পয়েন্ট, ও নুরজাহানপুর, (কালীকৃষ্ণ পুর) এলাকায়।
ফেঞ্চুগঞ্জ জুড়ি নদীর মুখ থেকে বাঘমারা এলাকায় এ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার খনন কাজ সম্পন্ন হয়েছে।

নদী থেকে মাটি উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। সরেজমিনে দেখা যায় ড্রেজিং পাইপ দিয়ে ফেঞ্চুগঞ্জ বাঘমারা এলাকার ইট ভাটাসহ বিভিন্ন জায়গায় মাটি দেওয়া হয়েছে।

গ্রামের লিটন মিয়া, মাসাদ মিয়া অভিযোগ করে বলেন, প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে ড্রেজিং সুপারভাইজার ফরহাদ আহমেদ টাকা নিয়ে মাটি বিক্রি করছেন।

এ ব্যাপারে অভিযুক্ত সুপারভাইজার ফরহাদ আহমেদ বলেন, আমি কোন টাকা নেইনি এ বিষয়ে ড্রেজিং ইনচার্জ উপ-সহকারি প্রকৌশলী কামরুল হাসান বিস্তারিত বলতে পারবেন।

ড্রেজিং ইনচার্জ উপ-সহকারি প্রকৌশলী কামরুল হাসান বলেন, উত্তোলতকৃত মাটি বিক্রি অবৈধ। আমরা মাটি বিক্রি করিনি। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

১নং সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা বলেন, একটি গ্রুপ চাঁদাবাজি করতে না পেরে এসব অভিযোগ সাজাচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/০৮ নভেম্বর ২০১৮/ফউ/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.