আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জে শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৩ ২৩:২৫:০৪

বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জে শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বালাগঞ্জ শ্রী শ্রী মদন মোহন জীউ আশ্রমে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ বালাগঞ্জের উদ্যোগে এ মহোৎসব আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল- ভোর সাড়ে ৪টায় মঙ্গল আরতি, সকাল সাড়ে ৭টায় দর্শন আরতি ও গুরুপূজা, সকাল ৮টায় শ্রীমদ্ভাগবৎ পাঠ, সকাল ১০টায় কীর্ত্তন মেলা, দুপুর ১২টায় ভোগ রাগ ও ভোগ আরতি কীর্ত্তন, দুপুর ১টায় ভাগবতীয় আলোচনা ও বিকাল ৩টায় মহাপ্রসাদ বিতরণ।

ভাগতীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ইসকন নামহট্ট সিলেট বিভাগীয় কার্যালয়ের সহ পরিচালক শ্রীমান সুনন্দন কানাইয়া দাস ব্রহ্মচারী।

পরমেশ্বর ব্রজবিহারী দাসের পরিচালনায় আশীবার্দক ছিলেন- ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও সিলেট ইসকনের অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী।

প্রধান অতিথি ছিলেন- ময়মনসিংহ ইসকনের অধ্যক্ষ শ্রীপাদ অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, জেলা পূজা পরিষদের সদস্য রঙ্গেশ কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, পূর্ব পৈলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমান সনৎ সনন্দ দাস ব্রহ্মচারী, শ্রীমান সংকীর্ত্তন নিতাই দাস ব্রহ্মচারী, শ্রীমান ধরনী বিশু দাস ব্রহ্মচারী, শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ বালাগঞ্জের সভাপতি রঞ্জন কানাই দাস, সাধারণ সম্পাদক উদ্ধব দ্বীনবন্ধু দাস, প্রেমাদাতা শচীপুত্র, রণি দেব, বিশ্বরূপ রায়সহ নাম হট্টের ভক্তবৃন্দ।

উক্ত অন্নকূট উৎসবে ব্যাপক ভক্তবৃন্দের সমাগম ঘটে।


সিলেটভিউ২৪ডটকম/১৩ নভেম্বর ২০১৮/জেডআরজেড/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন