Sylhet View 24 PRINT

সিলেট-৫ আসন নিয়ে স্বপ্নভঙ্গ হচ্ছে আ.লীগ-বিএনপির!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৭ ০৯:৩৮:২১

আল হাছিব তাপাদার, জকিগঞ্জ :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট কিংবা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এখনও প্রার্থী চ’ড়ান্ত করেনি। তবে দলগুলো সম্ভাব্য প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চূড়ান্ত হওয়া সিদ্ধান্তের মধ্যে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনটিও রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ আসনটি এবারও আওয়ামী লীগ তাদের নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দিচ্ছে এবং বিএনপি তাদের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জামায়াতকে ছেড়ে দিচ্ছে বলে কানাঘুষা চলছে। এর ফলে এ আসনে নির্বাচন করতে চাওয়া আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের স্বপ্নভঙ্গ হতে চলেছে।

জানা যায়, আওয়ামী লীগ এবারের নির্বাচনে সিলেট-৫ আসনে নিজেদের প্রার্থী দিতে দেয়ার চেষ্টা চালিয়ে আসছিল। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান আসনটি চেয়ে বসায় বিপাকে পড়েছে আওয়ামী লীগের হাইকমান্ড। এরশাদের দাবি মেনে এবারও এ আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী যে কেউ ভোটের মাঠে লড়তে পারেন। তবে কে হচ্ছেন মহাজোটের প্রার্থী, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

অবশ্য স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধারণা, শেষপর্যন্ত মহাজোটের এ সিদ্ধান্তের পরিবর্তনও ঘটতে পারে। নৌকা প্রতীকে আওয়ামী লীগের কেউ নির্বাচনে লড়তে পারেন।

জাতীয় পার্টি সূত্র জানায়, এ আসনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী হিসেবে এগিয়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জাপা চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন। আলোচনায় আছেন জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদ ও কেন্দ্রীয় সদস্য সাবেক ছাত্রনেতা এম জাকির হোসেইন।

এদিকে, সিলেট-৫ আসনে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য ফরিদ উদ্দিন চৌধুরীকে মনোনয়ন প্রদানের বিষয়টি প্রায় চূড়ান্ত করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট, এমন গুঞ্জন রয়েছে। এর ফলে এ আসনে নির্বাচন করতে চাওয়া বিএনপি নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনে করেন, জামায়াত নেতা ফরিদ উদ্দিন চৌধুরী অতীতে এ আসন থেকে বিএনপি জোটের প্রার্থী হয়ে নির্বাচন করে সংসদে গেছেন। কিন্তু বিএনপিকে তিনি অনেকটা এড়িয়ে চলেছেন।

তারা বলছেন, জকিগঞ্জ-কানাইঘাট নির্বাচনী এলাকায় বিএনপির বিশাল ভোট ব্যাংক রয়েছে। যার উদাহরণ হিসেবে তারা জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি সামনে এনেছেন। নির্বাচনী এলাকার এ দুটি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দুই নেতা নির্বাচিত হয়েছেন।

বিএনপির একাধিক নেতা মনে করেন, জামায়াতের নেতাকে জোটের প্রার্থী করা হলে ইসলামপন্থী দলগুলোর সমর্থক সাধারণ মানুষকে পক্ষে আনা যাবে না। বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত পরিবর্তন করতে তারা বিএনপির হাইকমান্ডের প্রতি আহবান জানিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৬ নভেম্বর ২০১৮/আহাতা/আরআই-কে/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.