আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটেকে ভেন্যু করলো ‘শেখ রাসেল’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-২০ ০০:০৯:০৩

জ্যেষ্ঠ প্রতিবেদক :: বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের জন্য সিলেট জেলা স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্র। ফলে এই লীগের ভেন্যু সাতটি থেকে বেড়ে দাঁড়িয়েছে আটটিতে।

সিলেটকে প্রিমিয়ার লীগের ভেন্যু করার বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।

তিনি জানান, প্রিমিয়ার লীগ শুরু হলে শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ম্যাচগুলো সিলেট জেলা স্টেডিয়ামে হবে। সপ্তাহে দুই দিন-শুক্রবার ও শনিবার থাকবে ম্যাচ।

এবার প্রিমিয়ার লীগে সরকারি ছুটির দিনে ম্যাচ রাখায় দর্শক সমাগম বেশি হওয়ার আশায় রয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, প্রিমিয়ার লীগ আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত তা পিছিয়ে যাচ্ছে। নির্বাচনের বিষয়টি বিবেচনা করে লীগ কিছুদিন পিছিয়ে দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, সিলেটের মাঠে নিয়মিতই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রায় প্রতিটি ম্যাচেই উপচে পড়া দর্শক দেখা যায় সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারিতে। যার ফলে সিলেট ভেন্যুর প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও বিশেষ দৃষ্টি রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২০ নভেম্বর ২০১৮/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন