Sylhet View 24 PRINT

রোটার‌্যাক্ট ক্লাব এমসি কলেজের মাসিক বুলেটিন প্রকাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-২০ ০০:৪১:৫১

আশরাফ আহমেদ, এমসি কলেজ :: রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট এমসি কলেজের মাসিক বুলেটিন প্রকাশ ও ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) ক্লাবের সভাপতি রো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান রো. লোকমান হোসাইন বুলবুল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল সিওএল প্রতিনিধি পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সমবেত কন্ঠে জাতিয় সংগীত পাঠ শেষে রোটারেক্ট প্রত্যয় পাঠ করেন রো. আনোয়ার হোসাইন তপু। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি রো. রুহুল আমীন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রোটারি ক্লাব অব জালালাবাদ সভাপতি রোটারিয়ান মাসুদ আহমেদ চৌধুরী, এমসি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য্য, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক আতিকুর রহমান, প্রণব কান্তি তালুকদার, ইংরেজী বিভাগের প্রভাষক আবু মুসা মোঃ তারেক।

এছাড়া উপস্থিত ছিলেন- এক্স রো. ইমরান চৌধুরী (সাবেক সভাপতি-রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট ট্রি গার্ডেন), রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট এমসি কলেজ এর সাবেক সভাপতি রো. সাইদুল করিম রেজা, এক্স রো. রফিকুল আলম রফিক, রোটার‌্যাক্ট ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক-৩২৮২ এর সচিব রো. রাসেল আহমদ, রোটার‌্যাক্ট ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক-৩২৮২ এর এ্যাডিশনাল রোটার‌্যাক্ট রি-প্রেজেন্টেটিভ রো. কৃপালি চৌধুরী রাহুল, রো. প্রভাকর ভট্রাচার্য্য (সভাপতি-রোটার‌্যাক্ট ক্লাব অব জালালাবাদ), রো. সারোয়ার হোসাইন (রোটার‌্যাক্ট ক্লাব অব মদন মোহন বিশ্ববিদ্যালয়, কলেজ)।

অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারী ইন্টারন্যাশনাল সিওএল প্রতিনিধি পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী বলেন, নিজেকে প্রস্তুত করার মাধ্যমে আজকের তরুণ রোটার‌্যাক্টরা দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস।

এছাড়াও এতে উপস্থিত ছিলেন- ক্লাব সচিব দেলওয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সচিব রো. মোঃ ফজল আহমদ, ইডিটর রো. লোকমান, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রো. আনোয়ার হোসেন তপু, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রো. আব্দুল মোমিন, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রো. আব্দুর রহমান তুহিন, ট্রেজারার রো. মোঃ শাহজাহান, চিফ সার্জেন্ট এট আর্মস, রো. আলাউর রহমান, রো. অপু আহমেদ রাজু, রো. হাফিজ আহমদ সুজন, রো. শিহাব, রো. তানিম, রো. মাহমুদুল হাসান, রো. আব্দুল আজিজ, রো. ইসলাম উদ্দিন, ইয়ামিন ইসলাম, দিলওয়ার, আরিয়ান, কিবরিয়া প্রমুখ।

পরে ক্লাব সভাপতি রো. আমিনুল ইসলাম সবাইকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সিলেটভিউ২৪ডটকম/২০ নভেম্বর ২০১৮/এএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.