আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

জাকারিয়া মাহমুদের মামলায় কাউন্সিলর সেলিমসহ আসামি ৪৫

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৫ ০১:১৬:৩৪

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর সোনারপাড়া এলাকায় বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কাউন্সিলর সালেহ আহমদ সেলিমসহ ৪৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক জাকারিয়া মাহমুদের খালতো ভাই মেজরটিলার বাসিন্দা সামছুদ্দিন আহমদের পুত্র জাহেদ আহমদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলাটি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে গত ২ ডিসেম্বর শাহপরাণ (রহ.) থানায় আসে। থানায় মামলা নং-২।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে- গত ২৫ অক্টোবর ছাত্রলীগ কর্মী আবুল হোসাইন জাহিদ হত্যা মামলার ১ নম্বর সাক্ষী জাকারিয়া মাহমুদ। এরজন্য তার উপর আসামীরা ক্ষুব্ধ হয়ে উঠে। তারা জাকারিয়ায় সোনারপাড়াস্থ বাসায় গিয়ে তাকে না পেয়ে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়।

মামলায় সালেহ আহমদ সেলিম ছাড়াও অন্যান্য আসামীর হচ্ছেন- এইচ আর সুমন, নাবিল আহমদ, চঞ্চল কুমার দাস, জুবায়ের আহমদ, আকবর হোসেন, সুলতান শাহজাহান তুহিন, কামাল উদ্দিন, কাউছার আহমদ, মোশাহিদ আহমদ খান, গিয়াস উদ্দিন, জাহির উদ্দিন, গিয়াস মিয়া, রুহুল আহমদ, এহিয়া আহমদ মুন্না, আরুজ আহমদ, শিপন, মিন্নত আলী, রুবেল আহমদ, নাজিম মিয়া, রায়হান আহমদ, সিদ্দিকুর রহমান, নিয়াজ আহমদ, আলআমীন, আরমান, সালাম, রায়হান চৌধুরী, রফিকুল ইসলাম রাব্বি, রুস্তম, আব্দুল কুদ্দস।

শাহপরাণ থানার ওসি আখতার হোসেন বলেন- কোর্ট থেকে মামলা থানায় এসেছে।

সিলেটভিউ২৪ডটকম/০৫ ডিসেম্বর ২০১৮/শাদিআচৌ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন