আজ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ইং

লাউয়াছড়ায় অজগর ও উড়ন্ত কাঠবিড়ালি অবমুক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৬ ১৩:৫১:৩৬

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়ায় উড়ন্ত কাঠ বিড়ালি ও একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে লাউয়াছড়ার এই প্রানীগুলো অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সহকারী বন সংরক্ষক আনিছুর রহমান, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, লাউয়াছড়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব, লেখক ও সাংবাদিক শিমুল তরফদার প্রমুখ।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, গত বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানের চা-কন্যার ভাস্কর্যের সামনে এলাকাবাসী একটি উড়ন্ত কাঠবিড়ালি পড়ে থাকতে দেখে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে সেবাশ্রমের লোকেরা প্রাণীটি উদ্ধার করে নিয়ে আসে। অপর দিকে বুধবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার নারায়ণছড়া চা-বাগানে চা শ্রমিকদের হাতে একটি অজগর সাপ আটক হয়। খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের লোকজন ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে আনেন।

তিনি আরো জানান, অবমুক্ত উড়ন্তকাঠবিড়ালী বর্তমানে মহা বিপন্ন প্রাণীদের তালিকায় রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৮/এসটি/আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন